Internship & Job Placement Opportunity – AKMU Career Cell

Internship & Job Placement Opportunity – AKMU Career Cell

views February 1, 2025

“ছায়াকাব্য” একটা গল্প। আমাদের জীবনের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত কিছু বিষাক্ত স্মৃতির গল্প। আবার এইসব বিষাক্ত স্মৃতিই কখনো হাতছানি দেয় নিরন্তর সুখের মোহে , কখনও বা ফিরে আসে বিশেষ কোন মানুষের ছায়া হয়ে। যেই ছায়ার খোঁজ করে যায় আলোকিত নগরীর পথিকেরা।
প্রিয় এসব স্মৃতি কিংবা মুহুর্ত কোনকিছুই ভুলে যাওয়া যায় না। ভুলা যায়না এসবের সাথে জড়িত মানুষগুলোকে। আর সেই মানুষগুলোর অনুপস্থিতি যেন সবকিছুকেই করে অপূর্ণ আর মিথ্যা। এই মিথ্যার শহরেই একটা সত্য ছায়ার খোঁজ করে এই গল্প!
ছায়াকাব্য’- জনমানুষের গল্প। প্রবাসের সংগ্রামী মানুষের জীবনের গল্প। ‘বিদ্রোহ’- এর গল্প। আর এই অপ্রকাশিত গল্পটাকেই গান হিসেবে প্রকাশ করতে চেষ্টা করেছি আমরা। “ছায়াকাব্য” আমাদের প্রথম ট্র‍্যাক। আমরা এই গানে যেই গল্পটা বলতে চেষ্টা করেছি, তা অল্প সময়ে বলা যেতনা। কারণ এই গল্পটা একটা পথ ধরে আগায়, কখনও বা প্রকাশ করে ক্ষোভ, কখনো অসীম ভালোবাসা। তাই আমরা চেষ্টা করেছি ধাপে ধাপে এই গল্পটা বলতে। কখনও সুরে, কখনও বা শব্দে – প্রকাশিত এই গল্পটা আশা করি আপনাদের ভালো লাগবে।